Daffodil Foundation Forum
Guideline => Know The World => Topic started by: ashraful.diss on May 26, 2024, 10:07:18 PM
-
হাদীস নং ৭
একজন মুসলিম অনেকগুলো মহৎ গুণের অধিকারী হয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম একটি হলো সবর তথা ধৈর্য। সবরকে তুলনা করা হয় দ্বীপ্তিময় আলোর সাথে। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
الصبر ضياء
অর্থঃ ধৈর্য বা সবর হলো জ্যোতি। (মুসলিম, ২২৩; তিরমিযি, ৩৫১৭)
বিপদাপদ, দুশ্চিন্তা কিংবা যে কোনো কাজ করার সময় তোমরা সবরের সাথে করবে। কখনো অধৈর্য হবে না। ঠিক আছে, বন্ধুরা?
চলবে....................................