Daffodil Foundation Forum

Daffodil Institute of Social Sciences- DISS => Common Discussion => policy: Law and Regulation => Topic started by: ashraful.diss on May 31, 2024, 09:21:04 PM

Title: অসুস্থতা অবস্থায় দোয়া
Post by: ashraful.diss on May 31, 2024, 09:21:04 PM
(https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcReAUK2C5C1GkuPnhdsOkMWn-tusTV1TaiEDA&usqp=CAU)

অসুস্থতা অবস্থায় দোয়া

যে ব্যক্তি অসুস্থ অবস্থায় চল্লিশ বার এই দুআ পাঠ করবে, যদি সে মারা যায় তাহলে সে শহীদের সমান সওয়াব পাবে আর যদি সুস্থ হয়ে যায় তাহলে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে।

لاإلٰہ إلا أنت سبحانک إني کنت من الظالمين․

আর যদি সে অসুস্থতার সময় এই দুআ পাঠ করে এবং মারা যায় তবে সে জাহান্নামের আগুনে থাকবে না। (তিরমিযী,নাসায়ী, ইবনে মাজাহ)

لا إلٰہ إلا اللّٰہ واللّٰہ أکبر، لا إلٰہ إلا اللّٰہ وحدہ لاشریک لہ، لا إلٰہ إلا اللّٰہ لہ الملک ولہ الحمد، لاإلٰہ إلا اللّٰہ ولا حول ولاقوة إلا باللّٰہ․

 অসুস্থতার সময়ে, আন্তরিক হৃদয় এবং সত্যিকারের আবেগের সাথে, আসুন এই প্রার্থনা করি:

اللّٰہم ارزقني شھادةً في سبیلک، واجعل موتي ببلد رسولک

অনুবাদঃ “হে আল্লাহ! আমাকে তোমার পথে শাহাদাতের সুযোগ দাও এবং আমাকে তোমার রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নগরীতে মৃত্যুবরণ করতে দাও।" (হাসান হুসাইন)

চলবে................................................


Source: Own Bengali translation (from Ahkam-E-Mayyyat Urdu Kitab)