Daffodil Foundation Forum

Jeebika Project => About Jeebika => Topic started by: ashraful.diss on September 08, 2025, 03:50:39 AM

Title: জীবিকা – চাঁদপুর: কর্জে হাসানাহ ও ক্ষুদ্র উদ&
Post by: ashraful.diss on September 08, 2025, 03:50:39 AM
জীবিকা – চাঁদপুর: কর্জে হাসানাহ ও ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম

অসহায় ও পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক উন্নয়নে ড্যাফোডিল ফাউন্ডেশন পরিচালিত “জীবিকা – চাঁদপুর” একটি কার্যকর কর্মসূচি। জীবিকার সুযোগ সৃষ্টি এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সদস্যদের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

কর্জে হাসানাহ প্রদান

জীবিকা – চাঁদপুর প্রকল্পের আওতায় সদস্যদের কর্জে হাসানাহ প্রদান করা হচ্ছে। এটি একটি সুদবিহীন আর্থিক সহায়তা, যা সমাজের দুর্বল শ্রেণীর মানুষের জন্য একটি বড় সহায়ক শক্তি হয়ে দাঁড়িয়েছে।

মূলধন হস্তান্তরের পদ্ধতি

প্রকল্পের সদস্যদের জন্য সমান মালিকানা নিশ্চিত করতে:

১। প্রত্যেক সদস্যের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে
২। উপযুক্ত নির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে
৩। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে স্বচ্ছতার সাথে মূলধন হস্তান্তর করা হয়েছে

ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম

এই মূলধনের মাধ্যমে সদস্যরা ক্ষুদ্র ব্যবসা, পশুপালন, কৃষিভিত্তিক উদ্যোগ ও অন্যান্য আয়ের কার্যক্রম পরিচালনা করছে। এতে করে:

১। সদস্যরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছে
২। পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরে আসছে
৩। সমাজে দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নের পথ সুগম হচ্ছে

জীবিকা – চাঁদপুর প্রকল্প প্রমাণ করছে যে, সঠিক দিকনির্দেশনা ও আর্থিক সহায়তা পেলে প্রত্যেক মানুষই নিজেকে স্বনির্ভর করে গড়ে তুলতে সক্ষম।