Author Topic: দাতাগণ মানবতার আলোয় যাঁরা পথ দেখান  (Read 8 times)

0 Members and 1 Guest are viewing this topic.

ashraful.diss

  • Sr. Member
  • ****
  • Posts: 460
  • জ্ঞানী হও তবে অহংকারী হইও না
    • View Profile
    • Email
দাতাগণ মানবতার আলোয় যাঁরা পথ দেখান

🤝 দাতাগণ: মানবতার আলোয় যাঁরা পথ দেখান

প্রতিটি পরিবর্তনের পেছনে থাকে কিছু নিঃস্বার্থ মানুষ—যাঁরা নিঃশব্দে কাজ করেন, অবিরত দেন, কিন্তু কিছুই চান না বিনিময়ে। তাঁরা হলেন আমাদের দাতাগণ (Donors) — মানবতার একেকজন নিরব নায়ক।

🌱 তাঁদের দান শুধু অর্থ নয়

একজন দাতা যখন একটি শিশুর পড়ালেখার দায়িত্ব নেন, সেটা শুধু একটি বই বা ইউনিফর্ম নয় —
⏳ সেটা একটুখানি সময়, 🧠 একটুখানি জ্ঞান, ❤️ একটুখানি ভালোবাসা,
আর একটি সম্পূর্ণ ভবিষ্যতের বীজ।

🏡 DISS ও দাতাগণের ভূমিকা

Daffodil Institute of Social Sciences (DISS) আজ যেখানে দাঁড়িয়ে, তার প্রতিটি ইট-পাথরের পেছনে দাতাগণের অবদান রয়েছে:

কেউ দিয়েছেন পোষাক, কেউ দিয়েছেন খাবার
কেউ বানিয়েছেন একটি ঘর, কেউ নিয়েছেন একটি শিশুর চিকিৎসার দায়িত্ব
কেউ পাঠিয়েছেন একমাসের খরচ, কেউ দিয়েছেন একটি হাসির কারণ

🔆 দানকারীরা যা দেন, তা কখনো ছোট নয়

🔹 ১০০ টাকার সাদকা বা
🔹 ১০০০ টাকার যাকাত কিংবা
🔹 এককালীন এক লক্ষ টাকার অনুদান —
সবই একটি ভবিষ্যত তৈরির প্রক্রিয়া

🌍 দাতারা শুধু অর্থ দেন না, তাঁরা স্বপ্ন দেন

তাঁদের দানে:

একজন শিশু স্কুলে যায়
একজন কিশোর অপরাধ থেকে বাঁচে
একজন তরুণ নিজের পায়ে দাঁড়ায়
একজন মানুষ নিজের মানবিকতা আবিষ্কার করে

🫶 আমরা কৃতজ্ঞ

DISS-এর প্রতিটি শিশু, প্রতিটি শিক্ষক, প্রতিটি সেবাকর্মী কৃতজ্ঞ আপনাদের কাছে, সম্মানিত দাতাগণ
আপনারা আছেন বলেই আমরা বলার সাহস পাই —
👉 “আমরা কারো জন্য কিছু করতে পারি।”

📢 আসুন, আরো অনেকে এই আলোয় সামিল হই
আপনি, আপনার বন্ধু, আপনার প্রতিষ্ঠানের CSR —
সবাই হতে পারেন মানবতার এই যাত্রার অংশীদার।

🔗 যোগাযোগ:

📞 ০১৮১১৪৫৮৮৭০ / ০১৮৪৭১৪০১৮৬ / ০১৮৪৭৩৩৪৯৪৭

📍 #ThankYouDonors #SupportDISS #GiveHope #DaffodilFoundation #HumanityFirst

« Last Edit: July 18, 2025, 12:41:20 AM by ashraful.diss »
জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের (নারী ও পুরুষ) উপর ফরজ । জ্ঞানের শহর হলেন হযরত মোহাম্মাদ (সাঃ) আর সেই শহরের দরজা হলেন হজরত আলী (রাঃ) । জ্ঞান ব্যতীত কর্ম অর্থহীন আবার কর্ম ব্যতীত জ্ঞান অর্থহীন। জ্ঞানী হও তবে অহংকারী হইও না, ইবাদত কর তবে লোক দেখানোর উদ্দেশ্যে করোনা ।