• Welcome to Daffodil Foundation Forum.
 

“Spreading EID Happiness’’

Started by Farhana Haque, July 11, 2018, 08:13:19 AM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

Farhana Haque

"Spreading EID Happiness''

ঈদের আনন্দকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দেয়ার প্রয়াসে ড্যাফোডিল ইনিষ্টিটিউট অব সোসাল সাইন্সেস (ডি আই এস এস) এর সহযোগিতায় সৌহার্দ্য (একটি পথ শিশুদের নিয়ে সংগঠন) এর আয়োজনে "Spreading EID Happiness'' নামক অনুষ্ঠান এর আয়োজন করেন, যেখানে সৌহার্দ্য স্কুল-এর শিশু সহ প্রায় দুই শতাধিক এরও বেশি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা, মেহেদি ও ঈদের ‍দিনের সকালের খাবার হিসেবে সেমাই, নুডুলস্ ইত্যাদি এবং ইফতার সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানটি আজ ৩রা জুন, ২০১৮ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান জনাব ড. মোঃ সবুর খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা, মেহেদি ও ঈদের ‍দিনের সকালের খাবার হিসেবে সেমাই, নুডুলস্ ইত্যাদি এবং ইফতার সামগ্রি বিতরণ করেন । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউছুফ এম. ইসলাম, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. তৌহিদ ভূইয়াঁ এবং কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শেখ রাশেদ হায়দার নূরি ।


http://news.daffodilvarsity.edu.bd/1375-%E2%80%98spreading-eid-happiness-2018%E2%80%99-held-at-daffodil-international-university.html
কারো মত নয় আমরা হবো যার যার মত। প্রতিজন "আমি" হবো এক একটি আদর্শ। জীবন একটিই। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। নিজেকে প্রমান করার এবং ভালো কাজ করার এখনই সময়।