Author Topic: অমুসলিমের সালামের জবাব  (Read 3303 times)

0 Members and 1 Guest are viewing this topic.

ashraful.diss

  • Sr. Member
  • ****
  • Posts: 312
  • জ্ঞানী হও তবে অহংকারী হইও না
    • View Profile
    • Email

অমুসলিমের সালামের জবাব

একদিন এক ইয়াহূদি এল নবিজির কাছে। ইয়াহূদি বলল, ‘আস-সামু আলাইকুম!’ মানে তোমার মৃত্যু হোক! ‘আস-সামু’ অর্থ মৃত্যু। এই অদ্ভুত ‘সালাম’ শুনে খেপে গেলেন আয়িশা (রাঃ)। তিনি ইয়াহূদিকে বললেন, ’তোমারই মৃত্যু হোক! তোমাদের উপর আল্লাহর অভিশাপ!’

নবি (সাঃ)আয়িশাকে শান্ত হতে বললেন। আর ইয়াহূদিকে বললেন, “ওয়া আলাইকুম!” অর্থাৎ ‘তোমার কথা তোমাকেই ফিরিয়ে দিলাম!’ এভাবে ইয়াহূদির ধোঁকা ইয়াহূদিকেই ফিরিয়ে দিলেন নবিজি।

যারা ঠিকমতো সালাম দেয় না, তাদের সালাম তাদেরকেই ফিরিয়ে দিতে হবে। বলতে হবে, ‘ওয়া আলাইকুম!’

নবিজি বলেছেন, “ইয়াহূদি-খ্রিষ্টানদেরকে আগে আগে সালাম দিয়ো না। ওরা সালাম দিলে বলবে, ওয়া আলাইকুম।” কারণ সালাম মানে আল্লাহর কাছে শান্তি চেয়ে দু-আ করা। কাফিররা তো আল্লাহকেই বিশ্বাস করে না! তাই ওদেরকে সালাম দেওয়া নিষেধ।

আলোচনাটি সহীহ বুখারী-এর ৬৪০১ এবং সহীহ মুসলিম-এর ২১৬৭ নং হাদীস
« Last Edit: September 08, 2022, 03:06:24 AM by ashraful.diss »
জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের (নারী ও পুরুষ) উপর ফরজ । জ্ঞানের শহর হলেন হযরত মোহাম্মাদ (সাঃ) আর সেই শহরের দরজা হলেন হজরত আলী (রাঃ) । জ্ঞান ব্যতীত কর্ম অর্থহীন আবার কর্ম ব্যতীত জ্ঞান অর্থহীন। জ্ঞানী হও তবে অহংকারী হইও না, ইবাদত কর তবে লোক দেখানোর উদ্দেশ্যে করোনা ।