প্রথম মানুষ ছিলেন আদম (আঃ)। তাকে সৃষ্টির পর আল্লাহ বললেন, '' হে আদম, ওখানে বসে-থাকা ফেরেশতাদের সালাম দাও। তারা কী জবাব দেয়, মনোযোগ দিয়ে শোনো। কারণ ওটাই হবে তোমার ও তোমার সন্তানদের অভিবাদন !''
ফেরেশতাদের কাছে গিয়ে আদম (আঃ) বললেন, আস-সালামু আলাইকুম।' (আপনাদের ওপর সালাম।)
সালাম মানে শান্তি ! এক মুসলিম আরেক মুসলিমের সাথে দেখা হলেই বলবে, 'আস-সালামু আলাইকুম।' মানে আল্লাহ তোমাকে শান্তিতে রাখুন !
যারা জান্নাতে যাবে, তারা একজন আরেকজনকে এভাবে সালাম দেবে। আল্লাহও তাদেরকে সালাম দেবেন। তিনি বলবেন, ' আস-সালামু আলাইকুম। হে জান্নাতবাসী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক !'