একবার একলোক এসে নবীজিকে বললেন, 'আস-সালামু আলাইকুম।' নবীজি তাকে তার সালামের জবাব দিলেন। এরপর সাহাবিদের বললেন, "এই সালামের নেকি ১০ টি।" এবার আরেকজন এসে বললেন, 'আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।' নবীজি তার সালামের জবাব দিলেন। এরপর বললেন, "এই সালামের নেকি ২০ টি।" এবার এলেন তৃতীয় ব্যক্তি। তিনি বললেন, 'আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।' এভাবে পুরো সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। আর সাহাবিদের বললেন, "এই লোক পেয়েছে ৩০ টি নেকি!"
আল্লাহ তায়ালা বলেছেন,
কেউ সালাম দিলে তোমরা তার চেয়েও উত্তমভাবে সালামের জবাব দেবে অথবা তার মতো বলবে।
তাই তোমাকে কেউ সালাম দিলে, জবাবে তার মতো বলবে অথবা একটি-দুটি শব্দ বেশি বলবে। কম বলবে না।