মুখে হাসি রাখবে। চেহারার দিকে তাকাবে। সালামের পর হাতে হাত মিলিয়ে মুসাফাহা করবে। স্পষ্ট আওয়াজে সালাম দেবে। কেউ শুনতে না পেলে সর্বোচ্চ তিনবার সালাম দেবে। এরপর থেমে যাবে। অমুসলিমদের সালাম দেবে না, তবে কুশলাদি জিজ্ঞেস করবে। আগে সালাম দেবে, এরপর অন্য কথা বলবে। যে আগে সালাম দেয়, তার অহংকার কম। সাক্ষাতের শুরুতে ও শেষে সালাম দেবে।
বর্জনীয়
সালাম দেওয়া-নেওয়ার সময় মুখ ভার করে রাখবে না। অন্যদিকে তাকিয়ে থাকবে না। হাতের ইশারায় সালাম দেবে না। মাথা ঝুঁকাবে না। কুর্নিশ করবে না। চিৎকার করে সালাম দেবে না। 'আমি আপনাকে সালাম দিয়েছি' এভাবে বলবে না! পর্দা করতে হয় এমন নারী-পুরুষ একে অন্যকে সালাম দেবে না। সালাম না দিয়ে কথা বলা শুরু করবে না। সালাম না দিয়ে বিদায় নেবে না।