Daffodil Foundation Forum

Daffodil Institute of Social Sciences- DISS => Common Discussion => Health => Topic started by: ashraful.diss on June 08, 2024, 04:16:57 AM

Title: পুরুষ কর্তৃক সাজ-সজ্জা গ্রহণ
Post by: ashraful.diss on June 08, 2024, 04:16:57 AM
(https://dmpnews.org/wp-content/uploads/2019/08/nari10.jpg)

পুরুষ কর্তৃক সাজ-সজ্জা গ্রহণ

বিউটি পার্লারে সাজানোর কাজে নিয়োজিত কর্মচারী যদি পুরুষ হয় অথবা সেখানে যদি পুরুষদের অবাধে আনা-গোনা থাকে তাহলে সেখানে মহিলাদের সাজ গ্রহণ সম্পূর্ণ হারাম। তাই বিউটি পার্লারে গিয়ে অন্ততঃ মুসলিম মহিলারা এরুপ নির্লজ্জ ভাবে নামাহরাম (যাদের সাথে পর্দা করা ফরজ) পুরুষ কর্তৃক সুসজ্জিত হতে পারেনা। বরং ঘরের মধ্যেই যথাসাধ্য নিজেকে অলংকৃত ও সুসজ্জিত করা চাই। আর এতেই তাদের জন্য দুনিয়া-আখিরাতের কল্যাণ রয়েছে।

চলবে...................................................