Daffodil Foundation Forum

Daffodil Institute of Social Sciences- DISS => Success Story => Case Study => Topic started by: Farhana Haque on September 30, 2018, 01:18:53 AM

Title: Special session to make psycho graphic profile of some students from ACTION AID
Post by: Farhana Haque on September 30, 2018, 01:18:53 AM

(https://scontent.fdac5-1.fna.fbcdn.net/v/t1.0-9/44027544_939497359571686_5239058582913155072_n.jpg?_nc_cat=111&_nc_eui2=AeFOmUEqJjv2A-sIt6VuJG4xWxx-5k7OqkC47k06QyYOS4Ba9FoKYiP-VlGMAxoTOAN3FnmaJuI-tH6colmDhwZigO8dpUVL_AVd2Sdue9Dqpw&_nc_ht=scontent.fdac5-1.fna&oh=2ef4eb573e189c3d6d3c3fabd349c746&oe=5CC361B2)

আমরা কি কখনো ভেবে দেখেছি বাবা-মা'র সংস্পর্শে থেকে আমরা কতোটা ভাগ্যবান? হয়তো সেইভাবে কেউ কখনো ভাবি নি! একবার ভেবে দেখে অনুধাবন করতে পারেন আসলেই কতোটা ভাগ্যবান আমরা। ফ্রেমে যাদের দেখছেন তাদের অধিকাংশই এইদিক দিয়ে আমাদের মতো ভাগ্যবান না! কোন না কোন কারণে তারা তাদের বাবা-মা থেকে বেশ দূরে। তাদের স্থান আজ দেশের কোন না কোন শেল্টার হোমে। তাদের মাথার উপর বাবা-মা'র আদর, ভালবাসা, সোহাগ এক কথায় বাবা-মা নামক ছাদটা নেই। ভাগ্যের কি নির্মম পরিহাস! তাই না? তারপরও সবাই নিজের চেষ্টায় পড়াশুনা চালিয়ে যাচ্ছে, নিজে কিছু করার চেষ্টা করছে। Daffodil Institute of Social Sciences (DISS) তাদের পথ চলাকে কিছুটা মসৃণ করতে তাদের পাশে থেকে কিছু করতে চায়। সেই লক্ষ্যে তাদের জন্য বিনামূল্যে বিভিন্ন প্রফেশনাল ট্রেইনিং এবং কর্মশালার মাধ্যমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার উদ্যোগ নিয়েছে। শুধু ট্রেইনিং এবং কর্মশালাই নয় সমাজে একজন ভাল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে গেলে যা যা দরকার তার সবকিছু করবে Daffodil Institute of Social Sciences (DISS). যাতে করে তারা প্রতিষ্ঠিত হয়ে নিজেকে আলোকিত করার পাশাপাশি সমাজটাকে আলোকিত করে।

ধন্যবাদ Sabur স্যার! Daffodil Institute of Social Sciences (DISS) এর মতো যুগপোযুগী উদ্যোগ নেয়ার জন্য।