« on: May 23, 2024, 04:26:29 AM »
হাদীস নং ৫
ইসলাম সর্বদাই আমাদেরকে কল্যাণের আদেশ দেয়। অকল্যাণ থেকে বিরত থাকতে বলে। কেননা, ইসলাম একটি কল্যাণকামী দ্বীন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
الدِّينُ النَّصِيحةُ
অর্থঃ দ্বীন হলো কল্যাণ কামিতার নাম। (মুসলিম,৫৫)
তাই আমরা প্রত্যেকেই প্রত্যেকের কল্যাণ কামনা করব। কারও ভুল দেখলে সুন্দরভাবে শোধরে দেব। মনে থাকবে তো, বন্ধুরা?
চলবে....................................
Logged
জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের (নারী ও পুরুষ) উপর ফরজ । জ্ঞানের শহর হলেন হযরত মোহাম্মাদ (সাঃ) আর সেই শহরের দরজা হলেন হজরত আলী (রাঃ) । জ্ঞান ব্যতীত কর্ম অর্থহীন আবার কর্ম ব্যতীত জ্ঞান অর্থহীন। জ্ঞানী হও তবে অহংকারী হইও না, ইবাদত কর তবে লোক দেখানোর উদ্দেশ্যে করোনা ।