Author Topic: রোগীর জন্য দোয়া এবং তার জন্য সুস্বাস্থ্য  (Read 207 times)

0 Members and 1 Guest are viewing this topic.

ashraful.diss

  • Sr. Member
  • ****
  • Posts: 351
  • জ্ঞানী হও তবে অহংকারী হইও না
    • View Profile
    • Email

রোগীর জন্য দোয়া এবং তার জন্য সুস্বাস্থ্য

তিনি (সাঃ) একজন অসুস্থ ব্যক্তির জন্য তিনবার দোয়া করতেন, যেমন তিনি হযরত সাদ (রাঃ)-এর জন্য দোয়া করতেন। হে আল্লাহ! সাদকে সুস্থ করে দাও, হে আল্লাহ! সাদকে সুস্থ করে দাও, হে আল্লাহ! সাদকে সুস্থ করুন। (জাদুল-মাআদ)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর কপালে বা আক্রান্ত স্থানে ডান হাত রাখতেন এবং বলতেন: ”اللّٰہم أذھب البأس رب الناس واشف أنت الشافي لاشفاء إلا شفاء ک شفاءً لايغادر سقمًا․“

অনুবাদঃ “হে আল্লাহ! হে মানুষের প্রতিপালক! ব্যথা উপশম এবং আরোগ্য, আপনি নিরাময়কারী। আপনার নিরাময় ছাড়া আর কোন নিরাময় নেই। এমন আরোগ্য দিন যাতে একটি রোগও না থাকে।

এই দুআটিও অন্তর্ভুক্ত: اللّٰہم اشفہ اللّٰہم عافہ

অনুবাদঃ “হে আল্লাহ! তাকে সুস্থ করুন এবং তাকে শান্তি দিন।"

অথবা এই দুআটি সাতবার পাঠ করুন:أسأل اللّٰہ العظیم رب العرش العظیم أن یشفیک

অনুবাদ: "আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, যিনি মহান এবং মহান আরশের অধিপতি, আপনাকে সুস্থ করার জন্য।"

যে ব্যক্তি এমন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে যার মৃত্যু হয়নি এবং এই দুআ পাঠ করবে, আল্লাহ তায়ালা অবশ্যই সেই অসুস্থ ব্যক্তিকে এই রোগ থেকে সুস্থ করে দেবেন। (আবু দাউদ, তিরমিযী)

হজরত উসমান ইবনে আবি আল-আস (রা.) থেকে বর্ণিত যে, তিনি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে তাঁর শরীরের কোনো অংশে ব্যথার অভিযোগ করলেন,তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, আপনি সেই জায়গায় আপনার হাত রাখুন যেখানে ব্যথা আছে এবং তিনবার বলুন: "বিসমিল্লাহ" এবং সাতবার বলুন: ”أعوذ بعزة اللّٰہ وقدرتہ من شر ما أجد وأحاذر“ অর্থাৎ আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর মহিমা ও তাঁর ক্ষমতার যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি এবং যে বিপদে আছি তার অনিষ্ট থেকে। বলা হয় আমিও তাই করেছি, তারপর আল্লাহ আমার থেকে সেই কষ্ট দূর করে দিয়েছেন। (সহীহ মুসলিম, মাআরিফুল হাদীস)

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা.) এ দুআ পাঠ করতেন এবং হাসান ও হোসাইন (রা.)-কে আল্লাহর নিরাপত্তায় পাঠাতেন। ”أعوذ بكلمات اللّٰہ التامّة من کل شیطان وھآمّةٍ ومن کل عین لآمّةٍ․“ অর্থাৎ "আমি আল্লাহর বাণী দ্বারা শয়তানের যাবতীয় অনিষ্ট থেকে এবং প্রতিটি বিষাক্ত প্রাণী এবং প্রতিটি প্রভাবশালী চোখ থেকে আশ্রয় প্রার্থনা করছি।"

আর তিনি বলতেন যে, তোমার দাদা আমজাদ ইব্রাহীম (আঃ) তাঁর দুই পুত্র ইসমাইল ও ইসহাক (আঃ) এর উপর এই শব্দগুলো ব্যবহার করতেন। (মাআরিফুল হাদীস ,বুখারী শরীফ)

এবং যার কোন ক্ষত বা ফোড়া বা কোন ব্যথা ছিল, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার উপর নিঃশ্বাস ফেলতেন, অথবা তর্জনী মাটিতে রাখতেন, অতঃপর এই দুআ পাঠ করতেনঃ ”بسم اللّٰہ، تربةُ أرضنا، بریقة بعضنا،یشفی بہ سقیمنا، بإذن ربنا․“

অনুবাদ: "আমি আল্লাহর নামে বরকত চাই, এটি আমাদের পৃথিবীর মাটি, যা আমাদের একজনের লালার সাথে মিশ্রিত হয়, এটি আমাদের প্রভুর আদেশে আমাদের সুস্থ করে দেবে।" এবং এই জায়গায় আঙুল ঘুরানো। (জাদুল-মাআদ)

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা.) যখন নিজে অসুস্থ হতেন তখন তিনি মাওযযাত পাঠ করে নিজের উপর ফুক দিতেন এবং নিজে তাঁর বরকতময় হাত তাঁর শরীরে ছড়িয়ে দিতেন, অতপর যখন তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সেই রোগে আক্রান্ত হলেন যে অবস্থায় তিনি ইন্তেকাল করেন, তখন আমিও একই মুআওদা পাঠ করে রাসুল (সাঃ) এর উপর ফুক করি, যা তিনি পাঠ করে ফুক করতে ছিলেন এবং তাঁর বরকতময় হাত তাঁর শরীরের উপর দিয়ে দিলেন। (সহীহ বুখারী ও মুসলিম, মাআরিফুল হাদীস)

দ্রষ্টব্য: মাওযযাত বলতে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস বোঝানো হয়েছে। এগুলো পাঠ করে হাতের তালুতে শ্বাস নিতে হবে, তারপর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সারা শরীরে ছড়িয়ে দিতে হবে, এভাবে তিনবার করতে হবে।

চলবে....................................


Source: Own Bengali translation (from Ahkam-E-Mayyyat Urdu Kitab)
জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের (নারী ও পুরুষ) উপর ফরজ । জ্ঞানের শহর হলেন হযরত মোহাম্মাদ (সাঃ) আর সেই শহরের দরজা হলেন হজরত আলী (রাঃ) । জ্ঞান ব্যতীত কর্ম অর্থহীন আবার কর্ম ব্যতীত জ্ঞান অর্থহীন। জ্ঞানী হও তবে অহংকারী হইও না, ইবাদত কর তবে লোক দেখানোর উদ্দেশ্যে করোনা ।