Author Topic: শানে নুযুলঃ  (Read 60 times)

0 Members and 1 Guest are viewing this topic.

ashraful.diss

  • Sr. Member
  • ****
  • Posts: 391
  • জ্ঞানী হও তবে অহংকারী হইও না
    • View Profile
    • Email
শানে নুযুলঃ
« on: November 21, 2024, 04:03:33 AM »
শানে নুযুলঃ

এই আয়াতটি একটি বিশেষ ঘটনায় অবতীর্ণ হয়, ঘটনাটি হল যে, দু’জন সাহাবীর মধ্যে একটি জমি নিয়ে বিবাদে লিপ্ত হয়, মামলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদালতে পেশ করা হয়, বাদীর কোন সাক্ষী ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদীকে শরিয়াহ নিয়ম অনুযায়ী শপথ গ্রহণের নির্দেশ দেন, তিনি শপথ নিতে রাজি হন, এ সময় মহানবী (সা.) তাকে উপদেশ স্বরূপ এই আয়াতটি শুনালেন: اِنَّ الَّذِیۡنَ یَشۡتَرُوۡنَ بِعَهۡدِ اللّٰهِ وَ اَیۡمَانِهِمۡ ثَمَنًا قَلِیۡلًا যেখানে শপথ করে অন্যের সম্পদ অর্জনের প্রতিশ্রুতি রয়েছে, সাহাবী যখন এই আয়াতটি শুনেন তখন শপথ করা ছেড়ে দেন এবং জমিটি দাবিদারের কাছে হস্তান্তর করলেন। (রুহুল-মাআনী)

চলবে.......................................

Source: Own Bengali translation (from Mal-e-Haram Urdu Kitab)
জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের (নারী ও পুরুষ) উপর ফরজ । জ্ঞানের শহর হলেন হযরত মোহাম্মাদ (সাঃ) আর সেই শহরের দরজা হলেন হজরত আলী (রাঃ) । জ্ঞান ব্যতীত কর্ম অর্থহীন আবার কর্ম ব্যতীত জ্ঞান অর্থহীন। জ্ঞানী হও তবে অহংকারী হইও না, ইবাদত কর তবে লোক দেখানোর উদ্দেশ্যে করোনা ।