Author Topic: অন্ধকার রাতের ন্যায় একের পর এক ফিতনায় ছেয়ে &#  (Read 36 times)

0 Members and 1 Guest are viewing this topic.

ashraful.diss

  • Sr. Member
  • ****
  • Posts: 391
  • জ্ঞানী হও তবে অহংকারী হইও না
    • View Profile
    • Email
অন্ধকার রাতের ন্যায় একের পর এক ফিতনায় ছেয়ে যাচ্ছে আমাদের পৃথিবী………………।

অন্ধকার রাতের ন্যায় একের পর এক ফিতনায় ছেয়ে যাচ্ছে আমাদের পৃথিবীর সাদাসিধে আপন মানুষগুলি। চোখ ধাঁধানো ফিতনার আক্রমণে আমরা হারিয়ে ফেলছি সত্য-মিথ্যার পার্থক্যকরণ ক্ষমতা। কারা আল্লাহর বন্ধু (ভাল মানুষ) আর কারা শয়তানের বন্ধু (খারাপ মানুষ), তা চিহ্নিত করতে গিয়ে ধোঁকায় পতিত হচ্ছি আমরা। আমরা আজ শয়তানের দোসরদের আল্লাহর বন্ধু ভাল মানুষ ভেবে বসি, আর আল্লাহর বন্ধুদের অর্থাৎ ভাল মানুষের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হই। আজ থেকে শত শত বছর পূর্বে মহান আল্লাহ তায়ালা এই ফিতনার মোকাবিলায় একটি কালজয়ী গ্রন্থ আল-কুরান রচনা করে আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন।

এই ‘আল-কুরকানে বাইনা আউলিয়া-উর-রহমান ওয়া আউলিয়া-উশ-শাইত্বান’ নামের সেই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তায়ালা আলোচনা করেছেন কারা আল্লাহর বন্ধু আর কারা শয়তানের বন্ধু। ঠিক কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হলে একজন ব্যক্তি আল্লাহর বন্ধু ভাল মানুষ হয়ে ওঠে, আর কোন কোন বৈশিষ্ট্যের কারণে একজন ব্যক্তি শয়তানের বন্ধু খারাপ মানুষ হয়ে যায়, কিন্তু আমরা বুঝবো কি করে! আমরাতো কুরআনের ব্যাখা বিশ্লেষণ জানিনা। তাহলে উপায় কি? ঘোর অমানিশার এই সময়ে আপনার উচিৎ আপনার জীবনকে পরিচালনার ক্ষেত্রে একজন দ্বীনদার জ্ঞানী অভিভাবক নিযুক্ত করা। আপনার যে কোন ভাল-মন্দ উনার কাছে শেয়ার করবেন আর তিনি আপনাকে দুনিয়ার খারাপ মানুষের ফেতনা থেকে কিভাবে বাঁচা যায় সে বিষয়ে পরামর্শ দিবেন। আল্লাহ যদি চান তাহলে এভাবে এক সময় আমরা আল্লাহর বন্ধু আর শয়তানের বন্ধু চিহ্নিত করার বেশ কিছু সূত্র জানতে পারব ইনশা আল্লাহ। অন্যথায় আপনি দুনিয়ার বহুরুপী খারাপ মানুষের পালায় পরে নিজে পথ ভ্রষ্ট হবেন এবং দুনিয়ার ভালো মানুষের সান্নিধ্য হারাবেন। দুনিয়া এবং আখেরাত উভয় জগতেই আপনি ক্ষতিগ্রস্থ হবেন।

তাই আমার পরামর্শ বন্ধু নির্বাচনে সতর্ক হোন। সাহায্যকারী, হেল্পিহ্যান্ড, অন্তরঙ্গ বন্ধু বানাতে সতর্কতা অবলম্বন করুন। কারণ আপনার সাথী হতে পারে আপনার দুনিয়া ও পরকালের পার হওয়ার কারণ। আবার হতে পারে জীবনের চরম অশান্তি, কষ্ট, ব্যর্থতা, জাহান্নামের কারণ। যেমন একটি নেশাখোর বন্ধু আপনাকে শুধু সিগারেট টানতে আর মদ খেতে ডাকবে। সে আপনাকে তার কাজে লিপ্ত করবে। আর একজন দ্বীনদার ভাল মানুষ আপনাকে ভাল পরামর্শ দিয়ে কুরআন শিক্ষায় উৎসাহিত করবে। আপনার হাশর, মিযান,পুলসিরাত সহজ করে দিবে।

একজন ভালো বন্ধু ভাল মানুষ একটা দুনিয়ার সমান। 🌺🌺🌺
জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের (নারী ও পুরুষ) উপর ফরজ । জ্ঞানের শহর হলেন হযরত মোহাম্মাদ (সাঃ) আর সেই শহরের দরজা হলেন হজরত আলী (রাঃ) । জ্ঞান ব্যতীত কর্ম অর্থহীন আবার কর্ম ব্যতীত জ্ঞান অর্থহীন। জ্ঞানী হও তবে অহংকারী হইও না, ইবাদত কর তবে লোক দেখানোর উদ্দেশ্যে করোনা ।