Author Topic: দক্ষতা ও সক্ষমতা উন্নয়নে শিক্ষা উদ্যোগ  (Read 33 times)

0 Members and 1 Guest are viewing this topic.

ashraful.diss

  • Sr. Member
  • ****
  • Posts: 467
  • জ্ঞানী হও তবে অহংকারী হইও না
    • View Profile
    • Email
📖 দক্ষতা ও সক্ষমতা উন্নয়নে শিক্ষা উদ্যোগ

ডিআইএসএস বিশ্বাস করে—সামাজিক পরিবর্তন সম্ভব শুধুমাত্র শিক্ষা, দক্ষতা ও নৈতিক মান উন্নয়নের মাধ্যমে।
এজন্য আমরা দুইটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছি:

1️⃣ বয়স্ক শিক্ষা কর্মসূচি

🔹 নিরক্ষর প্রাপ্তবয়স্কদের জন্য সহজ ও ব্যবহারিক শিক্ষা
🔹 দৈনন্দিন জীবনে প্রযোজ্য পঠন, লিখন ও গাণিতিক জ্ঞান প্রদান
🔹 আর্থিক ও সামাজিক জীবনে আত্মনির্ভরশীল হতে সহায়তা

2️⃣ শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা

🔹 শিশুদের মৌলিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ শেখানো
🔹 খেলাধুলা, গল্প ও চিত্রাঙ্কনের মাধ্যমে সৃজনশীলতা বৃদ্ধি
🔹 প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে শিক্ষার প্রতি আগ্রহ ও ভিত্তি তৈরি

🎯 আমাদের মূল লক্ষ্য

✅ লক্ষিত জনগোষ্ঠীর নিরক্ষরতা দূরীকরণ
✅ ব্যক্তিগত ও সামাজিক সক্ষমতা বৃদ্ধি
✅ আগামী প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা

🌱 এই উদ্যোগের মাধ্যমে আমরা চাই—
একটি শিক্ষিত, দক্ষ ও নৈতিক সমাজ গড়ে তুলতে, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।
জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের (নারী ও পুরুষ) উপর ফরজ । জ্ঞানের শহর হলেন হযরত মোহাম্মাদ (সাঃ) আর সেই শহরের দরজা হলেন হজরত আলী (রাঃ) । জ্ঞান ব্যতীত কর্ম অর্থহীন আবার কর্ম ব্যতীত জ্ঞান অর্থহীন। জ্ঞানী হও তবে অহংকারী হইও না, ইবাদত কর তবে লোক দেখানোর উদ্দেশ্যে করোনা ।