« on: May 29, 2024, 09:55:17 PM »
হাদীস নং ১০
বন্ধুরা,আজকে একটি চমৎকার হাদীস বলব আপনাদের। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
كُلُّ مَعْرُوف صَدَقَة
অর্থঃ প্রত্যেক ভালো কাজই সদাক্বাহ্। (বুখারী,৬০২১; মুসলিম,১০০৫)
ভালো কাজ করলেই সাদাকাহ’র সাওয়াব! দারুণ না? অতএব, আজ থেকে কোনো কাজকেই ছোট মনে করবে না। বড় হোক ছোট হোক যে কোন ভালো কাজে সবার থেকে এগিয়ে থাকার চেষ্টা করবে। মনে থাকবে তো?
চলবে..........................................
Logged
জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের (নারী ও পুরুষ) উপর ফরজ । জ্ঞানের শহর হলেন হযরত মোহাম্মাদ (সাঃ) আর সেই শহরের দরজা হলেন হজরত আলী (রাঃ) । জ্ঞান ব্যতীত কর্ম অর্থহীন আবার কর্ম ব্যতীত জ্ঞান অর্থহীন। জ্ঞানী হও তবে অহংকারী হইও না, ইবাদত কর তবে লোক দেখানোর উদ্দেশ্যে করোনা ।