Author Topic: হাদীস নং ১২  (Read 370 times)

0 Members and 1 Guest are viewing this topic.

ashraful.diss

  • Sr. Member
  • ****
  • Posts: 391
  • জ্ঞানী হও তবে অহংকারী হইও না
    • View Profile
    • Email
হাদীস নং ১২
« on: June 04, 2024, 10:39:24 PM »
হাদীস নং ১২

মুসলিমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আবার প্রত্যেক মুসলিম পরস্পরের ভাই। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ

অর্থঃ মুসলিম মুসলিমের ভাই। (বুখারী, ২৪৪২;মুসলিম,২৫৬৪)

অর্থাৎ, এক ভাই যেমন তার অপর ভাইয়ের প্রতি সহানুভূতিশীল হয়, তেমনি একজন মুসলিমের উচিত আরেক মুসলিমের প্রতি সহানুভূতিশীল হওয়া।

চলবে.............................................
জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের (নারী ও পুরুষ) উপর ফরজ । জ্ঞানের শহর হলেন হযরত মোহাম্মাদ (সাঃ) আর সেই শহরের দরজা হলেন হজরত আলী (রাঃ) । জ্ঞান ব্যতীত কর্ম অর্থহীন আবার কর্ম ব্যতীত জ্ঞান অর্থহীন। জ্ঞানী হও তবে অহংকারী হইও না, ইবাদত কর তবে লোক দেখানোর উদ্দেশ্যে করোনা ।