« on: May 23, 2024, 04:22:32 AM »
হাদীস নং ৩
বন্ধুরা, আমরা সবাই মুসলিম। তাই আমরা সব সময় নবিজির কথা মেনে চলব। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য বলেছেন,
صَلُّوا خَمْسَكُمْ
অর্থঃ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। (মুসনাদে আহমাদ,২১৬৫৭; তিরমিযি,৬১৬)
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে বলেছেন। আপনারা নবিজির কথামতো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মনে থাকবে তো?
ফজর
যুহর
আসর
মাগরিব
ঈশা
চলবে....................................
Logged
জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের (নারী ও পুরুষ) উপর ফরজ । জ্ঞানের শহর হলেন হযরত মোহাম্মাদ (সাঃ) আর সেই শহরের দরজা হলেন হজরত আলী (রাঃ) । জ্ঞান ব্যতীত কর্ম অর্থহীন আবার কর্ম ব্যতীত জ্ঞান অর্থহীন। জ্ঞানী হও তবে অহংকারী হইও না, ইবাদত কর তবে লোক দেখানোর উদ্দেশ্যে করোনা ।