অসুস্থতা, চিকিৎসা ও সফর সংক্রান্ত হাদিস ও দোয়া
প্রতিটি রোগের ঔষুধ আছে
হজরত জাবির (রা.) থেকে বর্ণিত, প্রত্যেক রোগের ঔষুধ রয়েছে, আর ঔষুধ যখন রোগের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া হয়, তখন আল্লাহর হুকুমে রোগী ভালো হয়ে যায়।’ (মুসলিম, মিশকাত)
সুনানে আবি দাউদে হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "নিশ্চয়ই আল্লাহ তায়ালা রোগ ও ঔষুধ নাযিল করেছেন এবং প্রতিটি রোগের জন্য ঔষুধ তৈরি করেছেন, এই জন্য ঔষুধ, কিন্তু হারাম জিনিস দিয়ে ঔষুধ সেবন করো না।" (জাদুল-মাআদ)
চলবে...................................................
Source: Own Bengali translation (from Ahkam-E-Mayyyat Urdu Kitab)