• Welcome to Daffodil Foundation Forum.
 

Celebrating the happiness of Eid - 2018

Started by Farhana Haque, July 31, 2018, 07:26:01 AM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

Farhana Haque

Celebrating  the happiness of Eid - 2018



৩ জুন, ২০১৮ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়াম ৭১-এ জ্ঞানের পাঠশালা স্কুলের ৪০ জন শিক্ষার্থীদের সহ মোট ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক, ঈদের দিনের সকালের খাবার হিসেবে সেমাই, নুডুলস, দুধের প্যাকেট, মেহেদী ও ইফতার বিতরণ করে। উক্ত অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ইউসুফ মাহবুবুল ইসলাম, সিএসই ডিপার্টমেন্টের হেড প্রফেসর সৈয়দ আখতার হোসাইন, সফটওয়্যার ডিপার্টমেন্টের হেড প্রফেসর তৌহিদ ভুঁইয়া সহ বেশ কয়েকটি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার, আনোয়ার খান নার্সিং ইন্সটিটিউটের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। ধন্যবাদ সকল অতিথিদের যারা ইভেন্টে উপস্থিত থেকে ইভেন্টটিকে সাফল্যমন্ডিত করেছেন।  ধন্যবাদ ড্যাফোডিল ইন্সটিটিউট অফ সোশ্যাল সাইন্সেস এই অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করেছে। ইভেন্টের ভেন্যু পার্টনার হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ও মিল্ক স্পন্সর হওয়ার জন্য আরলা ফুডকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছে প্রতিষ্ঠান টি। সর্বোপরি ধন্যবাদ ডিস এর সকল স্বেচ্ছাসেবীদের, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই সফলভাবে ইভেন্ট আয়োজন সম্ভব হয়েছে।
কারো মত নয় আমরা হবো যার যার মত। প্রতিজন "আমি" হবো এক একটি আদর্শ। জীবন একটিই। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। নিজেকে প্রমান করার এবং ভালো কাজ করার এখনই সময়।