« on: May 28, 2024, 04:36:00 AM »
হাদীস নং ৮
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, الصَّبر عِندَ الصّدمۃ الأولیٰ
অর্থঃ বিপদের প্রথম অবস্থায় সবরই প্রকৃত সবর (বুখারী, ১৩০২;মুসলিম,৯২৬)
তাই বিপদ এলে কখনো হতাশ হবে না। অধৈর্য হয়ে ভাগ্যকে গালমন্দ করবে না। প্রকৃত সবর তো সেটাই, যেটা তুমি বিপদের প্রথম অবস্থাতেই করবে।
চলবে....................................
Logged
জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের (নারী ও পুরুষ) উপর ফরজ । জ্ঞানের শহর হলেন হযরত মোহাম্মাদ (সাঃ) আর সেই শহরের দরজা হলেন হজরত আলী (রাঃ) । জ্ঞান ব্যতীত কর্ম অর্থহীন আবার কর্ম ব্যতীত জ্ঞান অর্থহীন। জ্ঞানী হও তবে অহংকারী হইও না, ইবাদত কর তবে লোক দেখানোর উদ্দেশ্যে করোনা ।