« on: May 31, 2024, 09:34:28 PM »
হাদীস নং ১১
গত পোষ্টে আমরা কী শিখেছিলাম, মনে আছে? গত পোষ্টে আমরা শিখেছিলাম, প্রতিটি ভালো কাজই সাদাকাহ। আজকে আমরা এর চেয়েও সহজে সাদাকাহ’র সাওয়াব লাভের উপায় শিখব। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
الكلمة الطّيبَة صَدَقَة
অর্থঃ ভালো কথা সাদাকাহ। বুখারী, ২৯৮৯;মুসলিম,১০০৯)
সাদাকাহ করলে যেমন আল্লাহ সাওয়াব দেন, তেমনি ভালো কথা বললেও সাওয়াব দেন। তাই, আজ থেকে আপনারা কথা বলার সময় শুধু ভালো কথাই বলবেন। ঠিক আছে?
চলবে...................................................
Logged
জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের (নারী ও পুরুষ) উপর ফরজ । জ্ঞানের শহর হলেন হযরত মোহাম্মাদ (সাঃ) আর সেই শহরের দরজা হলেন হজরত আলী (রাঃ) । জ্ঞান ব্যতীত কর্ম অর্থহীন আবার কর্ম ব্যতীত জ্ঞান অর্থহীন। জ্ঞানী হও তবে অহংকারী হইও না, ইবাদত কর তবে লোক দেখানোর উদ্দেশ্যে করোনা ।