« on: June 06, 2024, 10:08:36 PM »
হাদীস নং ১৪
আচ্ছা, আপনারা বলেন তো, প্রকৃত ধনী কারা? যাদের অনেক টাকা-পয়সা আছে তারা? কিংবা যারা বিশাল অট্টালিকার মালিক তারা? প্রকৃতপক্ষে এরা কেউই সত্যিকারের ধনী নয়। কেননা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
الْغِنَى غِنَى النَّفْسِ
অর্থঃ অন্তরের প্রাচুর্যই প্রকৃত প্রাচুর্য। (বুখারী,৬৪৪৬;মুসলিম,১০৫১)
অর্থাৎ, সে-ই সত্যিকারের ধনী, যার অন্তর ধনী। যার অন্তর কৃপণতায় পূর্ণ, সম্পদের দিক দিয়ে কোটিপতি হলেও প্রকৃতপক্ষে সে ধনী নয়।
চলবে............................................................
Logged
জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের (নারী ও পুরুষ) উপর ফরজ । জ্ঞানের শহর হলেন হযরত মোহাম্মাদ (সাঃ) আর সেই শহরের দরজা হলেন হজরত আলী (রাঃ) । জ্ঞান ব্যতীত কর্ম অর্থহীন আবার কর্ম ব্যতীত জ্ঞান অর্থহীন। জ্ঞানী হও তবে অহংকারী হইও না, ইবাদত কর তবে লোক দেখানোর উদ্দেশ্যে করোনা ।